নিজস্ব প্রতিবেদক :
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের সায়েন্স ফেয়ার ২০২৫ ৬নভেম্বর (বৃহস্পতিবার) স্কুল মিলনায়তনে সুসম্পন্ন হয়। স্কুলের বিজ্ঞান বিষয়ক শিক্ষক ও শিক্ষার্থীদের মিলিত উদ্যোগে সপ্তাহব্যাপী কার্যক্রমের চূড়ান্ত পর্বটি বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিক্স সিজন্স অফ বাংলাদেশ, ওয়াটার সাইকেল, বটল রকেট, ইলেক্ট্রিসিটি সাপ্লাই অফ প্যারালাল সার্কিট, ভলকানো ইরাপশান, ফ্যাসেজ অফ দ্যা মুন, নিউট্রিলাইজেশান রিয়েকশান, ডিপ ইরেগেশানের মত প্রজেক্ট গুলো স্থান পায়।সিনিয়র বিজ্ঞান বিষয়ক শিক্ষিকা মিসেস সুফিয়ার ৬টি প্রজেক্ট সহ প্রায় ৩০টির মত প্রজেক্ট মেলায় উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের সুপারনিউমারী প্রফেসর ডক্টর মোহাম্মদ কামাল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের সেক্রেটারি প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন হাফিজ, জয়েন্ট সেক্রেটারি ও অ্যাকাডেমিক অ্যাডভাইজর ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন, ফিন্যান্স ডিরেক্টর মো শহীদুল্লাহ্ সেলিম ।
সার্বিক তত্ত্বাবধান পূর্বক সভাপতির দায়িত্বে ছিলেন স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ মেলায় সকল অংশ গ্রহণ কারীদের মাঝে পুরস্কার বিতরণ পূর্বক তাদের মেধা ও সৃজনশীলতার ভূয়সী প্রসংসা করেন। অনুষ্ঠানের কনভেনরের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস বুলবুল খালেদা শর্মী ও উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস ফাহমিদা সাদী।