মোঃ কায়সার
প্রতিনিধি চট্টগ্রামঃ
মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০৫/২০২৫ তারিখ রাত ২১.০০ ঘটিকা হইতে গত ২৫/০৫/২৫ তারিখ ২৩.৫০ ঘটিকার মধ্যে পাচলাইশ মডেল থানা এবং ইপিজেড থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। জিসানুর রহমান (২৪), পিতা-আবুল কালাম, মাতা-জান্নাতুল ফেরদাউস, সাং-উত্তর গাছবাড়িয়া, বদুর পাড়া, কালাম সওদাগরের বাড়ি, ০১নং ওয়ার্ড, চন্দনাইশ পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নাছিরাবাদ হাউজিং সোসাইটি,বাড়ী নং-১৫, কুনজে আফিয়াদ ভবন, নীচ তলা, ০৬নং রোড, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ২। আব্দুল মাবুদ (৪২), পিতা-মৃত আবদুল মালেক, মাতা-আলতাজ খাতুন, সাং-বটতলী, কালাগাজী পাড়া, মাবুদ ফকিরের বাড়ী, ০১নং ওয়ার্ড, ০৪নং বটতলী ইউনিয়ন, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম, ৩। মোঃ ইসমাঈল হোসেন ফাহাদ (১৯), পিতা-মোঃ ইব্রাহিম প্রকাশ নবী, মাতা-পান্না আক্তার, সাং-দক্ষিণ শ্রীপুর, মতিনের বাড়ি, ০৭নং ওয়ার্ড, গুনবর্তী ইউনিয়ন, থানা-চৌদ্দগ্রাম,জেলা-কুমিল্লা
দেরকে ০৩টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।