মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিনিধঃ
চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম বলেছেন—“জনগণের সেবাই প্রশাসনের মূল দায়িত্ব। আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।”
আজ সকাল ১০টা ৩০ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন—চট্টগ্রাম জেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম ওয়াসা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর, এলজিইডি, খাদ্য অধিদপ্তরসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তারা।
সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন—“জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি দপ্তরকে আরও গতিশীল হতে হবে। প্রশাসনের সাফল্য নির্ভর করে মাঠপর্যায়ের কর্মতৎপরতার ওপর।”চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত এ সভা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।