নিজস্ব প্রতিবেদকঃ
জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আ.জ.ম নাছির বলেন মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে এক হয়ে সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে লড়তে হবে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে ’৭১ এর পরাজিত শক্তি তাদের জ্বালাও, পোড়াও, ভাংচুরসহ যাবতীয় অপকর্ম অব্যাহত রেখেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়াটা রাজাকার, আলবদর, আলশামস তথা দেশীয় রাজাকাররা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। ৩১ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে বিকাল ৫ টায় জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন এ’কথা বলেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে ভারত এক কোটি বাঙালিকে শুধু আশ্রয় নয়, এদেশের সামরিক-বেসামরিক মুক্তিযোদ্ধাদের সাথে যৌথ ভাবে মিত্র বাহিনী গঠন করে মাত্র ৯ মাসে বাংলাদেশ স্বাধীন করতে সহায়তা করেছিল। তাই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধই জামাত-শিবিরের মত হেফাজত ইসলাম তথা রাজাকারকে প্রধানমন্ত্রী বানানো জিয়াউর রহমানের দল বিএনপি’র মূল টার্গেট ও গাত্রদাহের মূল কারণ। এ’জন্যই তারা রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ যাতে আর করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগের দুদক পিপি এড. মুজিবুর রহমান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন বড়ুয়া, জাফর ইকবাল, এড. প্রদীপ কুমার চৌধুরী। সহ-সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন লেফটেন্যান্ট ইলিয়াছ কামরু, সৈয়দ মাহফুজ হান্নান, সালমা বেগম, মোঃ রেজাউল করিম, ইসমত পাশা চৌধুরী ইনু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন,প্রকাশ ঘোষ পিকলু,মোহাম্মদ হারুন,আঁচল চক্রবর্ত্তী, কে.এইচ এম তারেক, আরঙ্গজেব বাবুল, আমজাদ হোসেন,ডাঃ রতন চক্রবর্ত্তী, এড. আফরোজা রুনা, আসাদুজ্জামান মুন্না, নেজাম উদ্দিন, সজল দাশ, সাংবাদিক হারুন অর রশিদ, মোঃ হায়াত উল্লাহ, সুমন বড়ুয়া, জামাল আহমেদ, কানিজ আক্তার, এড. এম. মহিবুল্লাহ, প্রিয়াংকা মন্ডল প্রমুখ।