এম এস শ্রাবণ মাহমুদঃ
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই)২৫ খ্রিঃ দিবাগত রাত ১ঃ০০টার সময় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলীয় সূত্র ও ব্যক্তিগত চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক পরীক্ষার জন্য জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন,চেয়ারপারসনের স্বাস্থ্যগত কিছু বিষয়ের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য পূর্বনির্ধারিত একটি চেকআপের অংশ হিসেবেই তাঁকে হাসপাতালে আনা হয়েছে। তবে, পরীক্ষাগুলোর গুরুত্ব বিবেচনায়, রাতেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Leave a Reply