চন্দনাইশ উপজেলার সরকারি নিবন্ধিত অরাজনৈতিক যুব উন্নয়নভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল ইয়ুথ ফাউন্ডেশন বিশ্ব জলবায়ু পরিবর্তনরোদে বৃক্ষ রোপণ করেছে।
উপজেলার আমানত ছফা বদরুন্নেসা মহিলা কলেজ প্রাঙ্গণে ফলেজ ও ভেষজ বৃক্ষ রোপণ করেছে।
এ সময় বক্তারা বলেন, বর্তমান জলবায়ু পরিবর্তন দ্রুত বেড়েই চলেছে,যার অন্যতম কারণ হচ্ছে বিশ্বায়ন, কলকারখানা,অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ ও বনায়ন ধ্বংস ইত্যাদি। জলবায়ু পরিবর্তন রোদে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই আমাদের বেশি বেশি বৃক্ষ রোপণ করে জলবায়ু পরিবর্তন রোদে কাজ করে যেতে হবে,তাহলে আগামীর প্রজন্মরা বসবাসযোগ্য একটি সুন্দর পৃথিবী পাবে।