এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প এশিয়ান গ্রীন বাংলাদেশ এর উদ্যোগে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবেলায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট শনিবার চট্টগ্রাম খানজাহান আলী দারুসসুন্নত দাখিল মাদ্রাসায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আলী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, আকস্মিক বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। বিশেষ করে কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে হলে প্রথমেই জনগণকে সচেতন করতে হবে। এ জন্য দরকার পরিবেশবান্ধব জীবনযাপন, প্লাস্টিক ব্যবহার হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বৃক্ষরোপণ। কারণ একটি গাছ শুধু ছায়াই দেয় না, বরং পরিবেশের দূষণ কমায়, মাটির ক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন - জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ জাকারিয়া হোসেন, দি সানরাইজ আইডিয়াল কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, মাদ্রাসা সহকারী সুপার মাওলানা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সাংবাদিক মোঃ রিফাত হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়ার আহ্বান জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষকে জলবায়ু সংকট মোকাবেলায় উদ্বুদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হবে।