প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৭:১৭ পি.এম
জামেয়া মহিলা মাদরাসার ৮ শিক্ষার্থী জেলা পর্যায়ে উত্তীর্ণ ইফার জাতীয় প্রতিযোগিতায়
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪-২৫ উপলক্ষে জেলা পর্যায়ে আজ ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, পাহাড়তলী হাজ্বী ক্যাম্পে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল মাদরাসা,চট্টগ্রাম-এর শিক্ষার্থীরা ক্বিরাত, হামদ/নাত, কবিতা আবৃত্তি, রচনা, আযান এবং উপস্থিত বক্তব্যে চট্টগ্রাম জেলা পর্যায়ে ৮টি পুরস্কার অর্জন করে বিভাগীয় পর্যায়ের জন্য উত্তীর্ণ হয়। এবারও জামেয়া মহিলা মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবারের ন্যায় মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য অব্যাহত রেখেছে।
শিক্ষার্থীদের এ অর্জনে মহান রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া জ্ঞাপন করে মাদরাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সরওয়ার উদ্দিন,গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষকবৃন্দ ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও প্রকাশিত কপিরাইটঃ দৈনিক চট্টগ্রামের খবর ২০২০, সর্বস্বত্ত স্বত্তাধিকার সংরক্ষিত