আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
"একটি অপশক্তি চাইছে বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব শুন্য থাকুক।"
বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একটি পরাজিত অপশক্তি চাইছে বাংলাদেশ রাজনৈতিক নেতৃত্ব শূন্য থাকুক, যাতে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারে। কারণ এই অপশক্তি জানে বাংলাদেশের মানুষ তাদের সমর্থন করে না। আওয়ামীলীগ যেমন নির্বাচনকে ভয় পেয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দানবীয় স্বৈরচারী হয়ে ওঠেছিল তেমনি বর্তমানেও ঐ পরাজিত অপশক্তি নির্বাচন বানচালের মাধ্যমে -বিনাভোটে ক্ষমতা ভোগ করতে চাইছে। তাই তারা দেশ ও জাতিকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে বাঁধা দিচ্ছে।
তিনি সকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রমানের ছবি অবমাননা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর উত্তরও দক্ষিণ জেলা এই মানব বন্ধন ও প্রতিবাদী সমাবেশের আয়োজন করে।
জামাস কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মোহাম্মদ আমিনুল ইসলাম ও মামুনুর রশীদ শিপন এর সঞ্চালনায় ও মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলুর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিনপির সদস্য সচীব নাজিমুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া,উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম এ হালিম।
মীর হেলাল বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলে, দেশ স্থিতিশীল থাকলে, আইন শৃংখলা পরিস্থিতি ঠিক থাকলে, মানুষ শান্তিতে থাকলে পরাজিত শক্তির সহ্য হয় না।তিনি জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ষড়যন্ত্রকে দেশের গনতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করে বলেন বাংলাদেশের সংস্কৃতি কর্মী পেশাজীবি শ্রমজীবীসহ সাধারণ মানুষ এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।
প্রধান বক্তা নাজিমুর রহমান বলেন ৭১ এর পরাজিত শক্তির শহীদ জিয়ার উদারতার সুযোগ নিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে । আজ তারাই জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা৷ রটাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে বিএনপি'র নেতাকর্মীরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।
সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহনগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাজি বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ শওকত আজম খাজা,ইয়াছিন চৌধুরী লিটন, মন্জুর আলম, উত্তর জেলা বিএনপির সদস্য কর্ণেল আজিম উল্লাহ বাহার, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, মাহবুব রানা,মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, আবদুর রাজ্জাক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহীদ, কেন্দ্রীয় জাসাসের সদস্য আবদুল মান্নান রানা, দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সহ গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক আশরাফ উল্লাহ, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, খোন্দকার সাইফুল ইসলাম, সৈয়দ জিয়া উদ্দিন, নজরুল ইসলাম তুহিন,ফজলুল হক মাসুদ,মঈন উদ্দীন, লায়ন আাবদুল মান্নান, মহিউদ্দিন জুয়েল, আবুল কালাম, সেলিম মেহেদী হাসান, তারেক, শরিফ গোলাম কিবরিয়া, দক্ষিণ জেলা জাসাসের যুগ্মআহ্বায়ক আমানউল্লাহ পাবলু,আশরাফ আলী, উত্তর জেলা সহ সভাপতি শাহাদাত খোন্দকার, জসীম উদ্দিন, হেলাল খান নগর জাসাস নেতা জহির আহমদ, সালাউদ্দিন, নাহিদা আক্তার নাজু, এস বি সুমি,আমিনুল হক রিপন, রিপন ভান্ডারী আফরোজা জলি, মোহাম্মদ ইকবাল হোসেন,রাসেল মোস্তাফিজ, আকরাম প্রমুখ নেতৃবৃন্দ।