জীবন চলে
স্বর্ণা তালুকদার
জীবন চলে হয়ে যাযাবর
একজীবনে সব হয়না পাওয়া সবার
মঞ্চে একরকম বলি
বাস্তবে অন্য রকম চলি,
চলো আজ শপথ করি
হিংসা ভুলে সত্যের পথ ধরি,
পথ ধরি বিশ্বাস স্থির
সময় চলুক নীতি কেন অস্থির,
সুখ স্বপ্নের বিনিময়ে হাজার গল্প
কড়া নাড়ে অল্প অল্প।
ট্রাজেডী কেউ চায়না
তবু অবিরত সুখ কেউ পায়না।
Leave a Reply