নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সুজন বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী বলেন,
শিক্ষার্থীদের শুধু বইয়ের জ্ঞান নয়, মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একবিংশ শতাব্দীর প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদের আত্মবিশ্বাস, সময়জ্ঞান, দায়িত্ববোধ ও শৃঙ্খলার চর্চা আবশ্যক। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এই ত্রিপাক্ষিক সম্পর্ক যদি মজবুত হয়, তাহলে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব।
তিনি আরো বলেন, শিক্ষকেরা যতটা আন্তরিক হবেন, অভিভাবকদেরও উচিত ঘরে পড়াশোনার পরিবেশ তৈরি করে সন্তানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা। সন্তানদের সফলতায় পরিবার, সমাজ ও বিদ্যালয়—সবারই সম্মিলিত অবদান প্রয়োজন।
সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল চৌধুরী, সিনিয়র শিক্ষক সুবর্ণা দেবী, শিখা ঘোষ, বিনীতা বড়ুয়া, স্বরাজ গাঙ্গুলী, অভি তালুকদার এবং সহকারী শিক্ষক নয়ন চক্রবর্ত্তী, মো. ইসহাক চৌধুরী, রঘু রায় লালা, অমল কৃষ্ণ সরকার, রাজীব বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমনা আক্তার। তিনি বলেন, আমরা অভিভাবকরা চাই আমাদের সন্তানরা ভালো ফল করুক, কিন্তু তার জন্য প্রয়োজন নিয়মিত খোঁজ-খবর রাখা ও উৎসাহ দেওয়া। বিদ্যালয়ের পক্ষ থেকে যতটুকু সহায়তা পাওয়া যায়, তা যদি আমরা বাসায় অনুসরণ করি, তবে শিক্ষার্থীরা অবশ্যই ভালো করবে।
সভা শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।