মোহাম্মদ জাবেদ, মন্ট্রিয়ল, কানাডা
কানাডার টরন্টোয় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের দেওসার গ্রামের সুলতানের ছেলে মোঃ সানি আহমেদ (৪০)। স্থানীয় সময় গত ১৬ অগাস্ট’২০২৫ তারিখ নিজ বাসস্থানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেড় বছর আগে পরিবার-পরিজনকে রেখে তিনি কানাডায় আসেন জীবিকার টানে। দেশে রয়ে গেছেন স্ত্রী ও সন্তান।
টরন্টোয় তার কোনো নিকট আত্মীয় না থাকায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটি মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে।
মোঃ সানি আহমেদের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
Leave a Reply