আনোয়ার হোছাইন,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের আশু সুস্থতা ও মুক্তি কামনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবু নাসের।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও বান্দরবান জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, "আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি হলেন মানবতার মুক্তির পথের একজন আলোকবর্তিকা। তাঁর সুস্থতা ও মুক্তি গোটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বর্তমানে অন্যায়ভাবে কারারুদ্ধ রয়েছেন। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও মুক্তি কামনা করছি এবং দেশবাসীর কাছেও তাঁর জন্য আন্তরিক দোয়ার আহ্বান জানাই।"
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি, মিডিয়া সেলের ইনচার্জ ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি ও উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ইনচার্জ হাফেজ মাওলানা মুতাহেরুল হক, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা সৈয়দ কাশেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাবুল হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ ও সেক্রেটারি নুর সাদেক, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ছুরুত আলমসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
দোয়া মাহফিল শেষে আমীরে জামায়াতের আরোগ্য ও নিরাপদ মুক্তি কামনায় সকলে মহান আল্লাহর দরবারে হাত তোলেন এবং মুনাজাতে অংশগ্রহণ করেন।