মো. আবদুল আলী, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দক্ষিণ পতেঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখে দক্ষিণ পতেঙ্গার ৪১ নং ওয়ার্ডস্থ দক্ষিণ পাড়া শাখা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মো. জিয়াউর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিল্কি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা আলী আকবর, লায়ন কাজী জিয়া উদ্দিন সোহেল, আব্দুল কাদের, আলী হোসেন, মো. জামাল উদ্দিন, মো. শাহীনুর, মো. ওসমান খান, ইকবাল বাহার, মো. নাসির, হাজী ইসলাম, আলী ওসমান মিন্টু, নুর হোসেন, রাশেদ লিটন, মো. আবু, ইয়াছিন আজাদ, আহমেদ জাবেদ, মো. তালেব, নাঈম উদ্দিন, আবদুল মান্নান তুহিন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাইফুল ইসলাম রিপন, সদস্য সচিব মো. ইসমাইল, সক্রিয় কর্মী আরমান, মো. হেলাল, মো. মনির, মো. জসীম উদ্দিন, মৎস্যজীবী দল থানার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, থানার তরুণ দলের আহবায়ক সালাউদ্দিন রুবেল, জাহিদ হোসাইন রাব্বি, দিদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।