মহানগর প্রতিনিধিঃ
ফায়ার ফাইটার মোঃ মিলন ২৬/১১/২০২১ ইং তারিখ সাগরিকা বিসিক শিল্প এলাকায় হোমল্যাণ্ড কেমিক্যাল ইন্ডাজট্রিজে সকাল ১০. ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণের কাজে নিযুক্ত ছিলেন। কাজ শেষে ফেরার পথে ১২.২০ ঘটিকার দিকে বুকে ব্যথা অনুভব করলে তৎক্ষনাৎ তাঁকে ফায়ার সার্ভিসের নিজস্ব এ্যাম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর হৃদরোগ বিভাগ ( সিসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.৫৫ ঘটিকার সময়ে তিনি মৃত্যুবরণ করেন।
মোঃ মিলন ২০০৫ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগদান করেন। তাঁর নিজ বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।