নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালার তরুণ ওমান প্রবাসী মো. রায়হান উদ্দিন (২৭) সালাহ শহরে মৃত্য বরণ করেছেন।
আজ (শনিবার) সকালে ওমানের সালাহ শহরে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানে অবস্থানরত সহকর্মীরা।
পরিবারের সদস্যরা জানায়, আজ সকালে রায়হানের সহপাঠীরা ঘুম থেকে উঠে তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে সালাহ শহরের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন।
মো. রায়হান উদ্দিন খাগড়াছড়ির দীঘিনালার ৩নং কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামের মোঃ বাবুল মিয়ার একমাত্র ছেলে। তিন ভাই বোনের মধ্যে রায়হান ছিল মেজো এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি । ব্যক্তিগত জীবনে অবিবাহিত রায়হান প্রায় তিন বছর আগে পরিবারে সচ্ছলতা আনার লক্ষ্যে ওমানের সালাহ শহরে পাড়ি জমান। সেখানে একটি সুপারশপে কর্মরত ছিলেন তিনি।
তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বাবা-মা ও দুই বোন মর্মাহত অবস্থায় কান্নায় ভেঙে পড়েছেন। তাদের ভাষ্যে, ছেলেকে ঘিরে ছিল অসংখ্য স্বপ্ন, যা মুহূর্তেই চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
এখন পরিবারের একমাত্র চাওয়া যেকোনো মূল্যে রায়হান এর মৃত দেহটি ওমান থেকে দীঘিনালার নিজ বাড়িতে ফিরে পাওয়া, যেনো তাদের কলিজার টুকরোএকমাত্র আদরের সন্তানকে শেষ বারের মতো বুকে ঝড়িয়ে নিতে পারে। বোনেরা তাদের ভাইকে একবার দেখতে পারে, ভাইকে স্পর্শ করতে পারে।
রায়হানের অকাল মৃত্যুতে এলাকার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।