কায়ছার হামিদ, চট্টগ্রাম প্রতিনিধি
জনগুরুত্বপূর্ণ সড়কটির জনদুর্ভোগ নিরশনে দ্রুত ব্যবস্থা চাই। চট্টগ্রাম - বাঁশখালী উপজেলাধীন চাম্বল বাংলাবাজার সড়কটি একটি জনবহুল অতীব গুরুত্বপূর্ণ সড়ক। উক্ত সড়ক দিয়ে দৈনন্দিন স্কুল,কলেজ ও মাদ্রাসার অসংখ্য ছাত্র/ছাত্রী সহ বিভিন্ন এলাকার আপামর জনসাধারণ যাতায়াত করেন এবং বাংলাবাজার ও বড়ঘোনা থেকে লক্ষ লক্ষ টাকার সামুদ্রিক মাছ এই সড়ক পথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়। কিন্তু দূ্র্ভাগ্য হলেও সত্য যে, বর্তমানে উক্ত জনগুরুত্বপূর্ণ সড়কে বড় বড় গর্ত হয়ে যান চলাচলে এবং জনসাধারণ যাতায়াতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। যেকোনো সময়ে মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে।
সুতরাং এই জনগুরুত্বপূর্ণ সড়কটির জনদুর্ভোগ নিরশনে দ্রুত ব্যবস্থা গ্ৰহনে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করছি।