ইউএই প্রতিনিধিঃ
যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ এয়ারলাইনস বিমান এর গত মঙ্গলবার রাত হতে দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পরিত্যক্ত বোয়িং-৭৮৭-৮ বোয়িং বিমানটি দুবাইয়ে রেখেই ১৭৮ যাত্রী সহ আজ বৃহস্পতিবার রাতের ফ্লাইটের নির্ধারিত যাত্রীদের নিয়ে অর্থাৎ দুই ফ্লাইটের যাত্রীদের একই সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ এয়ারক্রাফট এ করে দুবাই থেকে সিলেট ভায়া হয়ে ঢাকায় আনা হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই রিজিওনাল ম্যানেজার সাকিয়া সুলতানা কিছুক্ষণ আগে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২-০৫ টার নির্ধারিত বিজি-২৪৮ ফ্লাইটটি দুবাই-ঢাকা-ভায়া -সিলেট রওয়ানা হওয়ার পূর্ব মুহূর্তে টেকনিক্যাল হওয়ায় তা পরিত্যক্ত হয়। যাত্রীদের হোটেল দেয়া হয়। বুধবার রাতে ঢাকা দুবাইয়ের আরেকটি নিয়মিত ফ্লাইটে করে এয়ার ক্রাফটির যন্ত্রাংশ আনা হলে তখন থেকেই তা স্থানীয় ভাবে মেরামতের চেষ্টা করা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় আমাদেরকে নিয়মিত এয়ারক্র্যাফটের পরিবর্তে একটি সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ দেয়া হচ্ছে। এতে বৃহস্পতিবার ও মঙ্গলবারের দুটি ফ্লাইটের যাত্রী একসাথে দেশে যাওয়ার সুযোগ পাবেন। এয়ারক্রাফটটির ধারণ ক্ষমতা ৪১৯।"
এই ফ্লাইটে করে ঢাকা থেকে একটি টেকনিক্যাল টিমও আসছেন বলে জানা গেছে। সাকিয়া সুলতানা জানিয়েছেন, 'পরিত্যক্ত এয়ারক্রাফটটির কুলিং সিস্টেম এখনো কাজ না করায় আমরা এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। '
ফ্লাইটটি দুবাই স্থানীয় সময় রাত ১০-১৫ টায় ঢাকা থেকে দুবাই এসে পৌঁছাবে এবং দুবাই থেকে রাত
১২-০৫ টায় বিজি-২৪৮ হয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবে। শুক্রবার সকাল ০৬-৫০ টায় এটি সিলেট পৌঁছাবে এবং এক ঘন্টা যাত্রাবিরতির পর সকাল ০৮-৫৫টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সবকিছু ঠিক থাকলে দীর্ঘ ৪৮ ঘন্টার অবর্ণনীয় দুর্ভোগের পর বিমান যাত্রীরা দেশের মাটি স্পর্শ করবেন।