বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার বলেছেন, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সবাই নিশ্চিন্ত থাকতে পারেন।
চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আগামী দিনগুলোও সুন্দরভাবে উদযাপিত হবে। পুলিশ আপনাদের পাশে আছে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে জেলা এসপি আরও বলেন, শুরু থেকেই নিরাপত্তা জোরদার রয়েছে। প্রয়োজনে পুলিশ ফোর্স আরও বাড়ানো হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার আমুচিয়া শ্যামচাঁদ ঠাকুরবাড়ি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পূজারী ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
এর আগে তিনি কানুনগোপাড়া গৌরাঙ্গ বাড়ি পূজা মণ্ডপও পরিদর্শন করেন।
এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল), বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, মুক্তিযোদ্ধা ডা. মহসিন খান তরুণ, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক ত্রিদীপ চৌধুরী সুফল ও সঞ্জয় দাশ উপস্থিত ছিলেন।