মো. আবদুল আলী
চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের ধ্রুবতারা কনভেনশন হলে আজ ২৩ নভেম্বর বিকেল চারটায় “দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” শীর্ষক সেমিনার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল। সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সাদা কাগজ- এর সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ক্লাবের প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজের সম্পাদক এবং “দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই” সংগঠনের আহ্বায়ক মো. নিয়ামত আলী। তিনি বলেন, “দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরের সক্রিয়তা প্রয়োজন। মিডিয়া এ ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনিক সম্পাদক ও ভোরের চেতনার চট্টগ্রাম ব্যুরো প্রধান কফিল উদ্দিন, অর্থ সম্পাদক দৈনিক চট্টগ্রামের খবর চট্টগ্রাম মহানগর প্রতিনিধি- মোহাম্মদ আবদুল আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ- এর সহসম্পাদক এস এম গিয়াস উদ্দিন সম্রাট, জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি লায়ন এম এ ইউসুফ, এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম-৩ আসনের এমপি পদপ্রার্থী আতাউর রহমান নুর, চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী তৌহিদ হোসেন রাকিন, গণঅধিকার পরিষদের নারী বিষয়ক সহসম্পাদক নাসরিন আক্তার, সমাজসেবক মো. আরাফাত এবং সুপ্রিম পার্টির এমপি প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী দুলদুলসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আসাদুর রহমান, মো. আমিনুল ইসলাম মামুন, মো. আবদুর রহমান, মো. মফিজ উদ্দিন, সফিকুর রহমান, ফখরুল ইসলাম নাহিদ, মো. অলিউল্লাহ খান, মো. জীবন চৌধুরী, সাংবাদিক মোবারক হোসাইন, মো. জাহাঙ্গীর রুমেন চৌধুরী, কার্তিকসহ অন্যান্যেরা।
বক্তারা বলেন, দুর্নীতিবিরোধী একটি সুসংগঠিত সামাজিক আন্দোলনই দেশকে ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহির পথে এগিয়ে নিতে পারে।