মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান -২০২৫ ইং উপলক্ষে ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং ( শুক্রবার)
রাত ৯.০০ ঘটিকায় কার্যনির্বাহী কমিটির ম্যাসেঞ্জার প্যানেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরিচালক কবি জয়নুল আবেদীন বিজয়ের সঞ্চালনায় ও কবি মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন , সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য কবি জাহিদ হাসান, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর সহ-সভাপতি,মোঃ শাহজালাল সুজন, সাধারণ সম্পাদক, মোশারফ হোসেন মাসুদ,সাংগঠনিক সম্পাদক কবি মোঃ শফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান,কবি হালিমা সুলতানা,কবি রীমি ফেরদৌসী, কবি শহিদুল ইসলাম রতন প্রমূখ।
উপস্থিত সকলের উন্মুক্ত মতামত
প্রকাশ করার মধ্য দিয়ে নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের তারিখ আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইং নির্ধারণ করা হয়।
সেই সঙ্গে এবারের অনুষ্ঠানে উপহার স্বরূপ থাকছে ম্যাগাজিন, ক্রেষ্ট,কলম,সনদ।
সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দুর দুরান্ত থেকে আগত আমন্ত্রিত সকল কবি সাহিত্যিকদের অগ্ৰাধিকার দেয়া হবে তারা যেন তাদের লেখা কবিতা স্বতঃস্ফূর্তভাবে আবৃত্তি করতে পারে। অনুষ্ঠানের বেশিরভাগ সময় তাদের জন্য বরাদ্দ থাকবে। মুক্ত মতামত আলোচনা পর্যালোচনা করে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য যে,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কর্তৃক অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূজার পরে হাতে যথেষ্ট সময় থাকছে। সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে, নেত্রজল সাহিত্য ম্যাগাজিন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী
অনুষ্ঠান বিগত বছরগুলোর চেয়ে কবি সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে নেত্রজলের হলরুম কানায় কানায় পূর্ণ হবে।
গুণীজনদের সরব উপস্থিতিতে সাফল্যমন্ডিত হবে নেত্রজল।