প্রেস বিজ্ঞপ্তিঃ
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ আয়োজিত সারা দেশে চলমান অনিয়ম, দুনীর্তি, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে নাগরিক দায়িত্ব ও করণীয় শীর্ষক আলোচনা সভা আজ ১৩ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর চেরাগী পাহাড়স্থ বৈঠক খানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, লেখক প্রাবন্ধিক ও সমাজকমীর্ নেছার আহমেদ খান, সিআরএস টিভির চেয়ারম্যান ও মানবাধিকার সংগঠক মো: সেলিম নুর, সংগঠনের যুগ্ন সম্পাদক আবছার উদ্দিন অলি, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরপি) উত্তর জেলার সদস্য সচিব আওরঙ্গজেব খান স¤্রাট, এডভোকেট বিবি আয়েশা, এডভোকেট প্রতাপ পাল, সালমা বেগম, সাংবাদিক রোজি চৌধুরী, মোরশেদ আলম, সংবাদ কমীর্ এমডি রাজু প্রমুখ। বক্তারা বলেন, হঠাৎ করে সারা দেশে সিন্ডিকেট মজুদদারি, তেল সংকট, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাসী আশংকাজনক হারে বেড়ে গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে। সন্ত্রাস দমনে যৌথবাহিনীর অপারেশন ডেবিল হান্ট কার্যকর ভূমিকা রাখতে পারছেনা। বক্তারা নাগরিক জীবনে শান্তির শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।