মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর ভাঙা ও চলাচলের অযোগ্য সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। টানা বৃষ্টিপাত এবং সেবা সংস্থাগুলোর খোঁড়াখুঁড়ির ফলে দুরবস্থায় পড়া রাস্তাগুলোর কারণে নগরবাসী যে চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তা উল্লেখ করে মেয়র বলেন—“এই দুর্ভোগ আর চলতে দেওয়া যাবে না। দ্রুত সংস্কার কাজ শুরু করতে হবে, জনগণের ধৈর্য চরমে উঠেছে।”
সোমবার (৪ আগস্ট) টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিক প্রকৌশল বিভাগ আয়োজিত ‘সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন’ বিষয়ক এক জরুরি সভায় তিনি এসব নির্দেশ দেন। মেয়র সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলীদের কাছে প্রতিটি এলাকার অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি সম্পর্কে তথ্য নেন এবং অগ্রাধিকারভিত্তিক সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
তিনি বলেন, “সংস্কার কাজে গাফিলতি সহ্য করা হবে না। ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী সরবরাহ করলে মামলা করুন, প্রয়োজনে ওয়ার্ক অর্ডার বাতিল করুন। প্রকৌশলীর দায়িত্বে অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।”
মেয়র আরও বলেন, “বিটুমিনসহ সব নির্মাণসামগ্রীর গুণগত মান ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করতে হবে। পাশাপাশি, জলাবদ্ধতা নিরসনে শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদী ও টেকসই পরিকল্পনা নিতে হবে।”
নগর নিরাপত্তা প্রসঙ্গে তিনি উদ্বেগ জানিয়ে বলেন, “মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারের নাট-বল্টু চুরি, বেষ্টনী অপসারণসহ বেশ কিছু ঘটনা প্রমাণ করে কিশোর গ্যাং এবং মাদকসেবীরা সক্রিয়। পুলিশকে কঠোর নজরদারিতে যেতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে কাউন্সেলিং ও পুনর্বাসন কর্মসূচিও নিতে হবে।”
সভায় চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম এবং নির্বাহী প্রকৌশলীরা—আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন ও শাফকাত বিন আমিন উপস্থিত ছিলেন।