আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় শুক্রবার (২১ মার্চ) গৃহবধূকে জবাই করে নৃশংস হত্যার ঘটনায় আরিফ উল্লাহ ও মোহাম্মদ রিয়াজ নামের আরও দুই জনকে আটক করেছে স্থানীয় জনতা।
শনিবার (২২ মার্চ) রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকা থেকে তাদেরকে আটক করে। পরে আটক দুই জনকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
আটক আরিফ উল্লাহ রাঙ্গাঝিরি এলাকার মোঃ ইসমাইল'র পুত্র ও মোহাম্মদ রিয়াজ একই এলাকার হামিদ উল্লাহ'র পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধূ তৈয়বা বেগম (৪৫) শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় মাঠ থেকে নিজের গৃহপালিত গরু আনতে গেলে তাকে জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত রাঙ্গাঝিরি এলাকার ফারুক আহমদ (৩৩) নামের এক যুবককে শনিবার (২২ মার্চ) স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
এদিকে এ হত্যার ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত আরও দুই জনকে স্থানীয়রা আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাশরুরুল হক জানান, হত্যার ঘটনায় অভিযুক্ত আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।