নারীকে ধর্ষণ চেষ্টা শীর্ষক সংবাদের প্রতিবাদ
২৬ ফেব্রুয়ারি দৈনিক গণসংযোগ ও দৈনিক বিকেল বার্তা নামক পত্রিকায় নারীকে ধর্ষণের চেষ্টা হোমিও চিকিসকের শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এছাড়াও এসংক্রান্ত বিষয়ে একজন মহিলার ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক আইডিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাকে জড়িয়ে এসব সংবাদ ও ফেইসবুকে এসে ভিডিও বক্তব্য কাল্পনিক ডাহা মিথ্যাচার বিধায় আমি এ সবের তীব্রনিন্দাসহ প্রতিবাদ জানাচ্ছি। মূলত এটি শাক দিয়ে মাছ ঢাকানোর মতো কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য। একজন মহিলাকে দিয়ে আমার এক প্রতিপক্ষ ষড়যন্ত্রের মঞ্চ তৈরী করেছে। এসব সংবাদ সমাজ ও বিবেককে চরমভাবে প্রশ্নবিদ্ধ করে। মূলত যে নারীকে দিয়ে আমার বিরুদ্ধে ভিডিও বক্তব্য দেওয়া হয়েছে মেয়েটি তার ছেলেকে নিয়ে আমার কাছে চিকিৎসা সেবা নিতে আসে। চলতি মাসের ১১ ফেব্রুয়ারি ওঐ মেয়ে চিকিৎসা করে গেছে, শিশু সন্তান ও মাকে চিকিৎসা দেওয়া হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি এসে দেখলাম ওই রোগী লাইভে এসে ফেইসবুকে আমার নামে মানহানিকর বক্তব্য উপস্থাপন করে। এখানে ওই নারীকে ধর্ষণ চেষ্টার কথাটি কাল্পনিক ও চরম মিথ্যাচার।
১১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ১৫ দিন পর এসে এ নারীর এমন বক্তব্য দেখে আমি সত্যিই আশ্চর্য্যবোধ করছি। এমনকি চরম বিস্মিতও হয়েছি। মানুষ কি করে এ ধরনের ন্যাক্কারজনক বক্তব্য দিতে পারে। মূলত চিকিৎসা জগতে পেকুয়া বাজারের এক হোমিও চিকিৎসকের সাথে আমার দ্বন্ধ চলমান। আমি বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ -এর সমন্বয়ক সাংগঠনিক , বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের চিকিৎসক প্রতিনিধি পদের জন্য প্রার্থী হয়েছি।
পেকুয়া থেকে ওই চিকিৎসকও এ পদের জন্য প্রার্থী। এটি সরকারী পদ, চট্টগ্রাম বিভাগে এ পদে মাত্র ১ জনকে নিয়োগ দেওয়া হয়। এপদে আমি কেন প্রার্থী হয়েছি এসব নিয়ে অনেক প্রশ্ন এসেছে। এমনকি প্রার্থীতা প্রত্যাহার করতে আমাকে কঠোরভাবে বলা হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও ঢাকা থেকে বেশকিছু হোমিওপ্যাথিক চিকিৎসক ও প্রভাবশালী কর্তাদের দিয়ে আমাকে ধমক দেওয়া হয়েছে এমনকি প্রাণনাশের হুমকিও দিয়েছে। আমার চিকিৎসা থেমে দেওয়ার জন্য প্রতিষ্ঠান বন্ধ করারও হুমকি এসেছে। যে মহিলাটি আমাকে নিয়ে ভিডিও বক্তব্য দিয়েছে তার বাড়ি উজানটিয়ায়। মূলত আমার প্রতিদ্বন্ধীর এলাকার তার পরিচিত বলে জেনেছি বরইতলীর হোমিও চিকিৎসক শওকত এর নিকট আত্মীয়
ওঐ মহিলা। আমাকে থামাতে মুখমন্ডল ঢেকে ওই নারীকে দিয়ে ফেইসবুকে বক্তব্য দেওয়ার প্ররোচিত কে করেছে নিশ্চয় আপনারা জানবেন,আর আমার থেকে ২০,০০০ টাকা ও দাবি করেছেন যা অডিও রেকর্ড আছে ,আমি টাকা দিতে রাজি হই নাই । আমি অত্যন্ত সততা, নিষ্ঠা, আদর্শ নিয়ে জীবন ধারণ করছি। সর্বোচ্চ পড়ালেখা করে এ চিকিৎসায় নিয়োজিত করেছি। মানুষ আমার চিকিৎসা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং আমার সুনাম এ পেকুয়ায় ছড়িয়ে গেছে। এ সব থামাতে গেলে অপপ্রচার ছাড়া আর বিকল্প নেই বলে মনে করছে ষড়যন্ত্রকারীরা। তাই ওঐ নারীকে চরম মিথ্যাচারে লিপ্ত করেছে। সংবাদ মিথ্যা বিধায় দেশের সকল জনগন, সবিনয়ে অনুরোধ করছি একই সাথে একজন সম্মানিত ব্যাক্তির সম্মান হানির জন্য এই ধরণের মিথ্যাচারের বিরোদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং রাষ্ট্রযন্ত্রসহ সকলকে এবিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি।
প্রতিবাদকারী
ডা. মোহাম্মদ হেলাল উদ্দিন
হোমিও চিকিৎসক
আল মক্কা হোমিও হল,
পেকুয়া চৌমুহনী, কক্সবাজার।
Leave a Reply