ঢাকা, ১৭ মে ২০২৫:
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনা সভা। আয়োজক ছিল মানবাধিকারভিত্তিক সংগঠন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী।
প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ (বিএনসিসি)।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সোমালিয়া দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান,
উদ্বোধক ছিলেন,বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ কামাল জামান মোল্লা, ওয়ালিংটন নিউজ মিডিয়ার আন্তঃদেশীয় সম্পাদক ডা. সাকিরা নোভা, সেন্টার ফর ইকোনমিক অ্যাডভান্সমেন্ট এর সিইও জাকিয়া আক্তার, শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব, শাইখ শাহ মোহাম্মদ শামছুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ এস. এ. মামুন, মোঃ শাহজাহান কবির প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।
বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন নয়, প্রয়োজন পারিবারিক শিক্ষা, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক সদিচ্ছা।
অনুষ্ঠানের শেষভাগে একটি কার্যকর কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়, যাতে সমাজের প্রতিটি স্তরে সহিংসতার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
এই সময় আরও বক্তব্যে রাখেন- জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসাইন ঈসা, কবি শাহানা সুলতানা, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুল আলম প্রিন্স, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, অফিস সহকারী রাহেনা আক্তার,নাসিমা গাজী, সোনিয়া সরকার, সৈয়দ আহমেদ শান্ত, মানবিক পুলিশ মুক্তা চৌধুরী, মোয়াজ্জেম হোসেন বুলবুল,নিপা আক্তার, আবু জাফর দেওয়ান, বলাকা বেগম, ইয়াসিন খন্দকার, মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।