অরুণ নাথ :
নিঃস্বার্থ নবজীবন সংগঠন (এনএনএস)- এর নবগঠিত কার্যকরী পরিষদ-২০২৬ এর কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ ৯ ডিসেম্বর শুক্রবার, বিকেল ৩টায় চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন শিক্ষানুরাগী- সংগঠক শ্যামল বৈদ্য, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি রণী ও প্রধান বক্তা ছিলেন লায়ন্স ক্লাব অব মুনলাইট চিটাগং এর কর্মকর্তা লায়ন শ্রীকান্ত ধর। বিশেষ অতিথি ছিলেন সংগঠক- জ্যোতিষী পণ্ডিত জে, কে শর্মা (ধর্ম্মাচার্য্য)। প্রধান অতিথি পলাশ কান্তি নাথ রণী বলেন, স্বার্থপর জগতে নিঃস্বার্থ নবজীবন সংগঠন একটি অনুকরণীয় সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। মানুষ হয়ে মানুষ ও সমাজের জন্য কিছু করতে পারা সৌভাগ্যের ব্যাপার। সেবার মধ্যদিয়ে মানুষ সমাজে দীর্ঘদিন বেঁচে থাকে। সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। সংগঠক আকাশ দাশের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জ্যোতিষী অন্তর আচার্য্য ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উর্ধতন কর্মকর্তা কাঞ্চন আচার্য্য, ডাঃ পিয়াল কুমার আচার্য্য, শুভজিৎ আচার্য্য, প্রকৌশলী বিশাল আচার্য্য ও রনি দাশ। শুরুতে গীতাপাঠ করেন তানি রাণী দেব এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের কর্মকর্তাগণ।
শেষে নবগঠিত পরিষদ সভাপতি রাহুল আচার্য্য ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ ৩১ সদস্য- কর্মকর্তাদের শপথ পাঠ করানোর মধ্যদিয়ে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে বাঁশখালীর এক ক্যান্সার রোগীকে চিকিৎসা অনুদান প্রদান করা হয়।