লড়াইটা আফগানিস্তান-নিউজিল্যান্ডের হলেও এই ম্যাচে চোখ রেখেছিলেন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে তাদের সমর্থকরা। তাদের চাওয়া ছিল আফগানদের জয়। তাদের চাওয়া পণ হয়নি। আফগানদের গুঁড়িয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। তাতে বিদায় ঘণ্টা বাজে ভারতের। গ্রুপ-২ থেকে পাকিস্তানের সঙ্গে শেষ চারে উঠলো নিউজিল্যান্ড।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান। ৮ উইকেটে ১২৪ রান করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১১ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
৬৪ মেগাপিক্সেল কোয়াডক্যাম ম্যাট্রিক্স নিয়ে বাংলাদেশে অপো রেনো৫
দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন। ধীরস্থীর থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিউই অধিনায়ক। অন্যপ্রান্তে ডেভন কনওয়ে নিজেকে মেলে ধরেন। তৃতীয় উইকেটে দু’জন গড়েন ৬৮ রানের জুটি। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে অপরাজিত থাকেন ৩২ বলে ৩৬ রানে।
ভয়ঙ্কর গাপটিলকে ফেরালেন রশিদ
আগের দিন ডেভিড ওয়ার্নার খেলেছিলেন ম্যাচ জেতানো ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে অনেকটা একইভাবে ব্যাট করছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ভয়ঙ্কর হয়ে ওঠা কিউই ওপেনারকে (২৩ বলে ২৮ রান) ফেরান রশিদ খান।
উদ্বোধনী জুটি ভাঙলেন মুজিব
চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। লেগস্পিনার মুজিব উর রহমানের শিকার হয়ে ফেরেন ড্যারেল মিচেল (১২ বলে ১৭ রান)।