
প্রেস বিজ্ঞপ্তিঃ
চট্টগ্রাম নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ সান পাবলিক স্কুল–এ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন এবং বার্ষিক ফলপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সিনিয়র শিক্ষিকা ইশরাত জাহান–এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক রোটারিয়ান ডা. মোঃ আনোয়ার হোসাইন (মানিক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, চট্টগ্রাম-এর চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার ও যমুনা অয়েল রিফাইনারি লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ লায়ন এইচ. এম. ওসমান সরওয়ার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাইফুদ্দিন খালেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসুলবাগ আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শেখ মোঃ আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ নছরুল্লাহ করিম চৌধুরী, নীল মানবাধিকার সংস্থা, চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ খোরশেদ আলম ভূঁইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নিজাম উদ্দীন, একরামুল হক চৌধুরী, শাহ মোহাম্মদ আরিফ ও মোঃ আমান উল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পরীক্ষার ফলাফল ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বিজয় দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
Leave a Reply