নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী ওয়াহেদ আলী পুকুর পাড় জামে মসজিদে নিয়মিত জামায়াতের সঙ্গে নামাজ আদায়ে উৎসাহ দিতে দুইজন শিক্ষার্থী মুসল্লীকে পুরস্কৃত করা হয়েছে।
শুক্রবার (০২ জানুয়ারী) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ করা হয়। গত এক মাস ধরে নিয়মিতভাবে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করায় নবম শ্রেণির শিক্ষার্থী পারভেজ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী নয়নকে স্কুলব্যাগ উপহার দেওয়া হয়।
সচেতন মুসল্লীর উদ্যোগে ছাত্র ও যুবক মুসল্লীদের মধ্যে যারা একাধারে বেশি দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেছে, তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে এই দুইজনকে সম্মাননা প্রদান করা হয়। এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থী ও যুবকদের নামাজের প্রতি আরও আগ্রহী ও নিয়মিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুহাম্মদ নুরুল আবছার কাদেরীসহ মসজিদের মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মসজিদ কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও নিয়মিত নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।