১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার পটিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাঠ পর্যায়ে সক্রিয় প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগের জেলাভিত্তিক কর্মশালা চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও পটিয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবচারের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ মিয়া হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ১২ পটিয়ার নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মোনাব চৌধুরী জেলা কৃষকলীগ নেতা মোঃ ইউনুস চৌধুরী, মোঃ তাহাজুল ইসলাম, পটিয়া উপজেলার যুগ্ন আহবায়ক উত্তম ভট্টাচার্য , মোঃ আব্দুল খালেক, মোঃ নাসির উদ্দিন, রেজাউল করিম পারভেজ, উপজেলা সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার জসীম উদ্দীন, প্রিয়তোষ বড়ুয়া, শাহাজান কিবরিয়া, নুরুল আমিন , বড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও উপজেলা নেতা মোঃ ইব্রাহিম রানা, হাইদ গাঁও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন সওদাগর সাধারণ সম্পাদক মোঃ মকবুল আলম, সহ-সভাপতি আবুল কাশেম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, ধলঘাট ইউনিয়ন কৃষক লীগের সভাপতি অমল দে বক্তব্যে প্রধান অতিথি আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল হয়ে গেছে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে কাজ করছি , আমি আমাদের নেতাকর্মীদেরকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারের বিগত সালের যেই উন্নয়ন হয়েছে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই উন্নয়ন কর্মকান্ড গুলো facebook twitter imo whatsapp এর মাধ্যমে প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন শেখ হাসিনা বাংলাদেশের যে পরিবর্তন করেছে মানুষের জীবন যাত্রার মানের যে পরিবর্তন এনেছে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের যে স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এই উন্নয়ন প্রকল্পগুলো আপনারা ডিজিটাল মিডিয়াতে ভালোভাবে প্রচার করবেন। আমি আশা করি এই ট্রেনিং ওয়াকসপ আমাদের নেতাকর্মীদেরকে প্রচার প্রচারণায় আরো সক্রিয় করে গড়ে তুলবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার অর্থনীতিকভাবে সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার প্রতি আস্থা রাখার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান এবং এ ধরনের একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নেওয়ায় কৃষক লীগের কেন্দ্রীয় নেতাদেরকে তিনি ধন্যবাদ জানান । প্রধান আলোচক কেন্দ্রীয় কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা বলেন কেন্দ্রীয় কৃষক লীগের সিদ্ধান্ত মোতাবেক জননেত্রী কৃষক রত্ন শেখ হাসিনার উন্নয়নের চিত্র সাধারণ মানুষের নিকট তুলে ধরার জন্য নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো আরো সহজ করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন। আশা করবো এই প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামের কৃষক লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার উন্নয়নের চিত্র আরো বেশি বেশি করে প্রচার করতে পারবেন। পরিশেষে তিনি শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার জন্য নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কৃষক লীগের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।