আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ, সুশিক্ষিত ও মানবিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্দ্বীপের নুরুল মোস্তফা ফাউন্ডেশনের আয়োজনে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “শুধু ভালো ফলাফলের দিকে মনোযোগ দিলেই হবে না, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব রয়েছে—আমাদের সেই অভাব পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি একজন ডাক্তার উচ্চশিক্ষিত হয়েও দরিদ্রদের চিকিৎসা না করে, তবে তার শিক্ষার কোনো মূল্য নেই। একইভাবে একজন শিক্ষক মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ না পেলে তার অর্জিত শিক্ষা সমাজে তেমন উপকার বয়ে আনবে না।”
কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন মেয়র। তিনি স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অনুপস্থিতির সঠিক কারণ অনুসন্ধানের নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের দেশগঠনের আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে আজকের শিক্ষার্থীদের হাতে, তাই তাদেরকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
সন্দ্বীপে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।