পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে রেজা এ কামালিয়া আশেকান পরিষদ নোয়াপাড়া শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা, খতমে খাজেগান, মিলাদ মাহফিল ও ফাতেহা শরীফ গতকাল রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধূরীহাট সংলগ্ন হাজী আবদুর রউফ সূফী জামে মসজিদে ডা: কামাল হোসেন জুয়েলের সভাপতিত্বে ও মোহাম্মদ আরিফুল্লাহ সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দরবারে কামালিয়া শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত শাহসূফি সৈয়দ সিদ্দিক রেজা ( ম: জি : আ:) । প্রধান আলোচকের বক্তব্য রাখেন গবেষক, লেখক, দরবারে কামালিয়া শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা সৈয়দ মাসূম কামাল আল আজহারী।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ নঈম উদ্দিন, হাফেজ মোহাম্মদ ইসমাইল, হাফেজ নঈম উদ্দিন, মোহাম্মদ হারুনুর রশীদ রুমি, ছালামত উল্লাহ বাবুল, লেখক নুর মোহাম্মদ, মাওলানা মোহাম্মদ আমির হোসেন মাইজভান্ডারী, হাফেজ মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ জয়নাল আবেদীন বাহাদুর, হাফেজ মোহাম্মদ রাহাত, আলাউদ্দিন আল কামাল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ জসীম উদ্দিন প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, হযরত মোহাম্মদ মোস্তফা (সা.) -এর প্রেম,ভক্তি ও সম্মানের ক্ষেত্রে পৃথিবীর সকলকে একমতে থাকতে হবে। নবীর শানে যারা কটুক্তি করে তারা কৌশলে ইসলাম ধর্ম তথা মানবজাতির শানে কটুক্তি করছে। কারণ হযরত মহানবী (সা.) তো রাহমাতুল্লিল আলামিন।
প্রেস বিজ্ঞপ্তি