বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং'র বার্ষিক সাধারণ সভা ০২ আগস্ট বিকাল ৩টায় নগরীর একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় একাডেমিক রিপোর্ট পেশ করেন স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ আসাদ উল্লাহ আদিল। অর্থনৈতিক রিপোর্ট পেশ করেন ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের সামগ্রিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে আলোচনায় অংশ নেন স্কুল একাডেমিক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশিদ আলম, ডা.মঈনুদ্দিন চৌধুরী,ডা.নাসির উদ্দিন, ডা.সাইফুল ইসলাম টিপু চৌধুরী, ডা.আ.ন.ম মঞ্জুরুল কাদের, ডা. মুহরম আলী, মাহমুদুল আমিন খান,স্থপতি আল নোমান ইউনুছ ও সেলিনা সুলতানা শেলী প্রমুখ।
বার্ষিক সাধারণ সভায় বক্তারা গুণগত ও নৈতিক শিক্ষার মানোন্নয়নে স্কুলের পরিচালনা পরিষদ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবকদের আন্তরিক ভূমিকা পালন করার আহ্বান জানান।এতে আরো উপস্থিত ছিলেন এডভোকেট মঞ্জুর আহমেদ আনসারী,প্রফেসর ডা.মুস্তাক আহমেদ, এস.কে. এম আনিসুদ্দৌলা, অধ্যক্ষ কে.এম মুস্তাফা রেজাউল মনির,ডা.আব্দুল্লাহ খান,ডা. আহমদ রহিম, ডা.আব্বাস উদ্দিন, ড. নজরুল কাদের শিকদার, ড.জয়নাল আবেদীন, ড.আব্দুল হালিম চৌধুরী, ড.বেলাল উদ্দিন আবুল হোসেন মোল্লা, জাফরুল্লাহ চৌধুরী, শাইখুল ইসলাম, মুহাম্মদ নাসির উদ্দিন, গোলাম ফারুক উদ্দিন, ডা.আয়মান আব্দুল্লাহ, ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র সেকশন কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন,মিডল সেকশন কো-অর্ডিনেটর ইসমাত জাহান জুনিয়র সেকশন কো-অর্ডিনেটর নার্গিস আক্তার প্রমুখ।