নিজস্ব প্রতিবেদক :
বন্দর নগরী চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ২নং গেইটে অবস্থিত ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং'র উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজনে 'বিজ্ঞান মেলা' অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ আসাদ আদিলের সভাপতিত্বে ও আরবি বিভাগের কো-অর্ডিনেটর সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান ডাঃ এ.টি.এম রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ মোহাম্মদ ইউসুফ, ডাঃ আহমদ রহিম, ডাঃ আবদুল্লাহ খান, ইঞ্জিঃ মতিউর রহমান, অধ্যক্ষ মোস্তফা রেজাউল মনির ও মুহাম্মদ নাসির উদ্দীন।
অতিথিবৃন্দ দৈনন্দিন জীবনে বিজ্ঞানের গুরুত্ব, সৃজনশীল মন তৈরি, সুপ্ত মেধার বিকাশ, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রে বিজ্ঞান মেলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তথ্য-প্রযুক্তি ও জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষতার এই যুগে বিজ্ঞানময় কুরআন অধ্যয়নের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিজেদের মেধা ও যোগ্যতার মাধ্যমে বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। মেলায় ছাত্র-ছাত্রীদের তৈরি শতাধিক সৃজনশীল প্রজেক্ট প্রদর্শিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদ ও শ্রেষ্ঠ ১২টি প্রজেক্টকে পুরস্কৃত করা হয়।
এতে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল হিজবুন নাহার, সিনিয়র কো-অর্ডিনেটর ফাহমিদা কাউনাইন, প্রাইমারি কো-অর্ডিনেটর ইসমাত জাহান, জুনিয়র কো- অর্ডিনেটর নার্গিস আকতার, মতলুবা নাসরিন, সোহানা ইসলাম, দেলোয়ার হোসাইন ও ঋতুপর্ণা চৌধুরী প্রমূখ। সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকমণ্ডলির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।