মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের পটিয়ায় অবৈধ একটি গ্যাস ফিলিং কারখানার সন্ধান মিলেছে। অবৈধভাবে মজুত করা এ কারখানা থেকে ৫১২টি গ্যাসের বোতল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোর রাতে পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়ার একটি কারখানা থেকে সেনাবাহিনীর পটিয়ার একটি টিম অভিযান চালায়। তবে এসময় কাউকে গ্রেফতার করতে না পারলেও অবৈধ গ্যাস ফিলিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় থানা পুলিশও উপস্থিত ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ এ কারখানার মালিক চন্দনাইশ উপজেলার আবদুর রহিম। তিনি চন্দনাইশ থানা পুলিশকে ফাঁকি দিয়ে সীমান্তে পটিয়ার মুজাফরাবাদে গ্যাস ফিলিং কারখানা চালু করে। সেনাবাহিনীর পটিয়া ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন গ্যাসের বোতল জব্দ করে।
অভিযানের সময় পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্যসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল। গ্যাসের সিলিন্ডার ছাড়াও গ্যাস ফিলিং করার হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এসময় খবর পেয়ে কারখানার মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য জানান, অবৈধ গ্যাস ফিলিং কারখানার সন্ধান পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় থানা পুলিশও উপস্থিত ছিল।