তোষাদ রায়হান, পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়ায় বৈদুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে তিনটি বসতঘর। এসময় নগদ অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআর্টি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে
জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআটি গ্রামের লোকমান হাকিমের বাড়িতে বৈদুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে আয়েশা আতুন, লোকমান হাকিম ও ইসমাইল চৌধুরীর ঘর পুড়ে ছাই হয়।
স্থানীয়রা জানান, বৈদুতিক শর্টসার্কিটের আগুনে তাদের এলাকার ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আনেন।