মোঃ কায়সার, চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড কালিয়াইশ গ্রামে সাধুর বাড়িতে বৃদ্ধ প্রতিবন্ধি কৃষ্ণ কান্ত বিশ্বাস (৬০) নামে একব্যাক্তির জায়গা উপর আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য সাগর বিশ্বাস নামে অপর ব্যাক্তি বিল্ডিং নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় কৃষ্ণ কান্ত বিশ্বাস বাদী হয়ে অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আদালত( মহানগর) দুলাল বিশ্বাসের পুএ সাগর বিশ্বাসসহ আরোও অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মিছ মামলা নং ৭৫৪/২৫ ইং দায়ে করে।
আদালতে নালিশী ভুমিতে স্থিতিশীল ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার পটিয়া থানার ওসিকে নির্দেশ দেন।
পটিয়া থানার ওসির নির্দেশে এস আই কামাল উদ্দিন ২৬ জুন ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষ'কে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নির্মাণ কাজ বন্ধ করার নোটিশ দেন। কিন্তু প্রতিপক্ষ সাগর বিশ্বাস আদালতের নিষেধাজ্ঞা আদেশ অমান্য করে গায়ে জোরে বিল্ডিং নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। সাগর বিশ্বাস এর বিরুদ্ধে পটিয়া থানায় জিডি নং১৭৩/২৫ ই দায়ে করেন কৃষ্ণ কান্ত বিশ্বাস। সাগর বিশ্বাস নোটিশ ও পুলিশ নির্মাণ কাজ বন্ধ রাখার খবরে প আরোও বেশি ক্ষিপ্ত হয়ে ২৬ জুন সন্ধ্যায় নগরীর কোতায়ালীর মোড়ে কৃষ্ণ কান্ত বিশ্বাস কে একা পেয়ে মারধর করে হত্যার হুমকি দেয়।বিষয়টি কৃষ্ণ কান্ত বিশ্বাস নগরীর কোতায়ালী থানাকে অবহিত করে গত ৩ জুন আদালতে প্রতিকার প্রার্থনা করলে আদালত বিষয়টি আমলে নিয়ে আদালতে স্থিতিশীল বজায় রাখার আদেশ অমান্য করায় বিবাদী সাগর বিশ্বাস এর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যাবস্তা গ্রহণ তফসিলীক্ত জায়গায় ক্রোকি পরোয়ানা জারিকৃত রিসিভার নিয়োগ করেন সহকারী কমিশনার ভুমি (পটিয়া) এসিল্যান্ড কে। ভুমি ম্যাজিষ্ট্রেটএ সংক্রান্ত বিষয়ে প্রযোজনীয় ব্যাবস্তা গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেন ভুমি অফিসের নাজির হামিদুর রহমান।এবিষয়ে কৃষ্ণ কান্ত বিশ্বাস জানান, আমি একজন প্রতিবন্ধি মানুষ, শহরে একটি ছোট চাকরি করে জীবন যাপন করছি, বিবাদী সাগর বিশ্বাস আদালতে আদেশ ও থানার নোটিশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এতে কৃষ্ণ কান্ত বাঁধা দিলে হত্যার হুমকি মারধর করছেন। তিনি এ বিষয়ে উর্ধতন পুলিশ প্রশাসন জরুরি হস্তক্ষেপ কামনা করে ন্যায় বিচার প্রার্থনা করে সাগর বিশ্বাস শাস্তির দাবি জানান।