পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় শুক্রবার ১২ জুলাই পটিয়া এপেক্স ক্লাবের উদ্দোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনী।
বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করে এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু জাফর চৌধুরী, পটিয়া প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, ডা. সৈয়দ সাইফুল ইসলাম, মাওলানা কাজী সোলাইমান চৌধুরী, এপেক্স ক্লাব পটিয়ার ফাউন্ডার & চার্টার প্রেসিডেন্ট এপে. সৈয়দ মিয়া হাসান, পটিয়া ক্লাবের প্রেসিডেন্ট এপে.লিয়াকত আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলমগীর আলম, সেক্রেটারী ডিএনই মোরশেদুর রেজা সবুজ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ তালুকদার খোকন, সার্ভিস ডিরেক্টর জসীম উদ্দীন, আবদু্ল্ লাহ আল ফারুক রবি, আবদুল মোমেন, নাঈম আলমদার, আরাফাতুন নূর, এস এম আবু হেনা, মাহমুদুল হক প্রমুখ।
এতে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনী বলেন একটি গাছ রোপণ করেও মানুষকে বাঁচানো যায়। বাড়ির আঙ্গিনায় গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি চাহিদাও পূরণ করা সম্ভব তিনি অন্যান্য মানবিক সংগঠনকে গাছ লাগানোর কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
Leave a Reply