নয়ন হাসান আবিদ, প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম হাজির পাড়ায় সোমবার সকাল ৭টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় মুহাম্মদ শুক্কুর সওদাগরের বসতবাড়ির কয়েকটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে শুক্কুর সওদাগরের বাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়।
অগ্নিকাণ্ডে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।