পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হয়েছেন মো. দেলোয়ার হোসেন তিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে ইউ পি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়।
তিনি বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে মো.দেলোয়ার হোসেনকে কে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে সরকারের পট পরিবর্তনের পর পটিয়ার এমপি,সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, মেয়র,কাউন্সিলর ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়। এরপর থেকে সবাই আত্নগোপনে চলে যায়। ১৮ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১৭ টি ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে এতদিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের এক
অফিস আদেশে উল্লেখ করা হয়,
এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত ১৯ আগস্ট ২০২৪ ইং তারিখের জারিকৃত পরিপত্র মোতাবেক পটিয়া উপজেলাধীন হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-৩ মো. দেলোয়ার হোসেন কে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
ক্ষমতা প্রাপ্ত চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, আমাকে হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করায় আমি প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং হাবিলাসদ্বিপ ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট কৃতজ্ঞতা জানাই।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান,আসলে দীর্ঘদিন চেয়ারম্যান না থাকায় ইউনিয়নের মানুষ জন্ম নিবন্ধন, জাতীয় সনদ,ওয়ারিশান সনদ সহ জনসেবা মূলক কাজের ব্যাঘাত ঘটছে। আমরা যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সার্কুলার মোতাবেক সকল ইউনিয়নে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হবে। হাবিলাসদ্বিপ ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান -২ মো. দেলোয়ার হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি হাবিলাসদ্বিপ ইউনিয়ন পরিষদের কাজে গতি বাড়বে।