অদ্য ১৮ ই জানুয়ারী ২০২৬ ইং রোজ রবিবার "চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা" এ প্রকল্পের আওতায়, লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস কতৃক আয়োজিত, সকাল ৯:০০ ঘটিকা হইতে দিনব্যাপী মাদ্রাসা ছাত্রদের পাশাপাশি সমাজের কম সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা বিতরণ সহ বহুমুখী সেবা কার্য প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ নুরুল আলম সাহেবের সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জোন চেয়ারপার্সন (কনসার্ন) লায়ন ইন্জি. মোঃ মহিউদ্দিন চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন আহমেদ নুর, ট্রেজারার লায়ন ফোরকান উদ্দিন, লায়ন মোহাম্মদ ফারুক, লায়ন মোঃ হাবিবুন্নবী আশিক, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও নুরুল মোস্তফা রাহাত, লিও মোঃ নওশাদ, লিও জেসমিন আক্তার, লিও উখ্যাইমং মারমা, লিও চিংম্রাউ মারমা সহ আরো অনেকেই।
উক্ত চিকিৎসা ক্যাম্পে চক্ষুর প্রাথমিক চিকিৎসার পাশাপাশি, বিনামূল্যে চোখের ছানি অপারেশন এর প্রয়োজনীয় ব্যবস্থা সহ প্রায় ৩৫০ জন মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়।