পটিয়া কিন্ডার গার্টেন স্কুল স্বর্ণপদক মেধাবৃত্তি পরিক্ষা ২০২৪ সালের পটিয়া পৌরসভার বায়তুস সু্ন্নাহ মহিলা মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুনিরা ইমরোজ নাজিফা সাধারণ গ্রেডে অংশগ্রহণ করে বৃত্তি লাভ করেছে।
গত শনিবার ১৭ মে এক ঝাকজমক অনুষ্ঠানে তার হাতে বৃত্তি সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে আগত কলেজ বিশ্ব বিদ্যালয়, স্কুল কিন্ডারগার্টেন শিক্ষকবৃন্দরা।
এতে বক্তারা বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
বক্তারা এ ধরনের আয়োজন যেন আরও বেশি বেশি হয় তার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানান।
মুনিরা ইমরোজ নাফিজার পিতা প্রবাসী নুরুল হক মাতা কহিনুর আকতার বলেন ছেলেমেয়েদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষা অর্জন করে মানুষের মত মানুষ করতে পারাই সৌভাগ্যের।
নাফিজার এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে ও যেন এ ধরনের প্রতিযোগিতা মূলত বৃত্তি করা হয় এতে করে শিশুদের মানসিক মেধার বিকাশ গড়ে তারা সংশ্লিষ্ট আয়োজকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।