বাংলাদেশ রেলওয়ে, পটিয়া স্টেশনে যাত্রীদের বিভিন্ন তথ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে একটি নোটিশ বোর্ড প্রদান করে মানবিক ও সামাজিক কাজে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপস্থিত ছিলেন পটিয়া স্টেশন মাস্টার (ইনচার্জ) মোহাম্মদ রাশেদুল আলম পাভেল চট্টগ্রাম- দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের উপদেষ্টা সাংবাদিক আবদুল হাকিম রানা, চট্টগ্রাম -দোহাজারী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি আইয়ুব আলী, সিনিয়র সহ সভাপতি ফারুকুর রহমান বিনজু, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মিয়া হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আলম, সদস্য প্রভাষক ফারুক আহমেদ রাজু, নাছির উদ্দীন প্রমুখ। এতে বক্তারা বলেন রেলওয়ে যাত্রীদের সেবায় নানা উদ্যোগ গ্রহণ করছে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ। তারই অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন। তারা যাত্রীদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশপাশি কাজ চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন। পরে দোআ ও মোনাজাত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি