1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে টাইফয়েডের টিকাদান ১ সেপ্টেম্বর থেকে, মিলবে জন্মসনদ না থাকলেও সীতাকুন্ডে গণ-সংলাপ বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ উদযাপন ‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা বান্দরবান পৌরসভার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সীতাকুন্ডে অগ্নিকান্ডে বসত ঘর ছাই নগরবাসীকে ব্যাটারিচালিত অটোরিকশা যানবাহন ব্যবহার না করার অনুরোধ সিএমপির। পেকুয়ায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহছান উল্লাহ’র নেতৃত্বে সড়ক মেরামত প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়- সেই দৃষ্টান্ত রাখলেন সাংবাদিক সাইফুল ইসলাম

পটিয়াতে প্রত্যয়ের উদ্যোগে রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান

  • সময় রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৬০ পঠিত
রবীন্দ্র ও নজরুল বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে ২১ মে, শনিবার সন্ধ্যায় পটিয়া ক্লাব মিলনায়তনে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী।
একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী সদস্য  আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী। একাডেমির উপদেষ্টা শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যজন ও সাংবাদিক  প্রদীপ দেওয়ানজী, কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান বাদল, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী বিজন চক্রবর্তী, ছড়াকার ও শিশুসাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, ব্যাংকার রোকন উদ্দীন,এমরান হোসেন রাসেল।
নাট্যজন প্রদীপ দেওয়ানজী বলেন, রবীন্দ্রনাথকে বিশ্বকবি বা মহাজ্ঞানী  ভাবলে রবীন্দ্রনাথ আমাদের কাছে আপন হবে না। রবীন্দ্রনাথকে ভাবতে হবে বন্ধু হিসেবে, কাছের মানুষ হিসেবে। তবেই রবীন্দ্রনাথ আবেগ, ভালোবাসা ও চিরন্তন সত্তা হিসেবে আমাদের  কাছে আসবে। ঠিক তেমনি নজরুলকে চিন্তা করতে হবে সাম্যের কবি হিসেবে। প্রগতির কবি হিসেবে। তখন তিনি সাম্য, জাগরণ ও প্রগতির ধারক হিসেবে আমাদের কাছে আসবে। তাঁরা দুইজনই সম্প্রীতি, সংস্কৃতি,  সাম্য ও স্বাধীনতার বার্তা বহন করে গেছেন।
কবি ও প্রাবন্ধিক কামরুল হাসান বাদল বলেন, বাঙালি ও বাংলা ভাষাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বাংলা গান, সাহিত্য ও শিল্পকর্মকে পৃথিবীর কাছে  প্রতিষ্ঠিত করেছেন। নজরুল ইসলামও সাম্য ও দ্রোহের মাধ্যমে বাঙালির জাগরণ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন। তাঁরা দুইজনই তাদের সৃস্টি ও কর্ম দিয়ে বাঙালি ও বাংলা ভাষাকে শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।
রাজনীতিবিদ বিজন চক্রবর্তী বলেন, রবীন্দ্র-নজরুলের চেতনা মানুষকে বরাবরই আলোর পথ দেখিয়ে যাবে। দুই কবির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই সরকারি উদ্যোগ। স্কুলে-কলেজে রবীন্দ্র কিংবা নজরুলের গান গাইতে ও পরিবারের সন্তানদের তাদের লেখা বই পড়তে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানের সভাপতি শিক্ষাবিদ ও সমাজচিন্তক অধ্যক্ষ আবু তৈয়ব বলেন,  প্রত্যয়ের রবীন্দ্র নজরুল জয়ন্তীর আয়োজন সমাজকে আলোর পথ দেখাবে। মানুষের মধ্যে সৃজনশীল ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সেই কারণেই রবীন্দ্র ও নজরুল সব সময় আমাদের কাছে প্রাসঙ্গিক বিষয়।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন অসীম শর্মা, শিমুল মল্লিক, শিবু মল্লিক, অগ্নিলা শর্মা দিয়া। আবৃত্তি ও ছড়া পাঠ করেন আ ফ ম মোদাচ্ছের আলী, প্রণব চৌধুরী, অর্পণ চক্রবর্তী, হামীম রায়হান। দলীয় গান ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট