পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে (বিটিএসএফ) -এর কেন্দ্রীয় সদস্য সাংবাদিক এম এস শ্রাবণ মাহমুদ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন
ঈদে মিলাদুন্নবী (সা.) বিশ্ব মুসলিম উম্মাহর নিকট এক অতি পবিত্র ও মহিমান্বিত দিন।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, এই দিনে বিশ্বজগতের রহমত, শান্তি ও মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কার পবিত্র নগরীতে জন্মগ্রহণ করেন।
মহান আল্লাহ তাঁকে মানবজাতির মুক্তির দূত, সত্য, ন্যায় ও তাওহীদের প্রচারক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন।
তিনি মানুষকে অন্ধকার যুগ ‘আইয়ামে জাহেলিয়াত’ থেকে মুক্ত করে মানবসভ্যতাকে আলো ও শান্তির পথে নিয়ে আসেন।
তাঁর শিক্ষা, আদর্শ ও সুন্নাহ অনুসরণে নিহিত রয়েছে দুনিয়ার শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ।
পরিশেষে দেশ ও সমাজের সেবায় সত্য,নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সংবাদ আদান প্রদানকারী প্রচারে নির্ভীক সংবাদকর্মী( Srabon Mahmud) এম এস শ্রাবণ মাহমুদ বলেন,
“আসুন, আমরা সবাই নবী করীম (সা.) এর মহিমান্বিত জীবনাদর্শকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হই।”
জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ)
তাঁর আগমনে অন্ধকারে নিমজ্জিত দুনিয়া পেয়েছিল আলো, অমানবিকতায় ভরা পৃথিবী পেয়েছিল মানবতার শিক্ষা, দাসত্বে ক্লান্ত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ।
আসুন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর এ মাহেন্দ্রক্ষণে আমরা সবাই একসাথে নবীজীর ভালোবাসায় দুনিয়াকে ভরিয়ে তুলি। আল্লাহ্ আমাদের সবাইকে তাঁর সুন্নাহর পথে চলার তাওফিক দান করুন।