মোঃ কায়সার , চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে কঠোর পরিবেশ আইন প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ক্লিন-গ্রিন চট্টগ্রাম গড়তে নগরীতে ১০ লাখ গাছ রোপণ কার্যক্রম চলছে। পরিবেশ রক্ষায় কঠোর আইন না হলে সবুজ উদ্যোগ টিকিয়ে রাখা কঠিন হবে।’' গতকাল (১১ ডিসেম্বর) বৃহস্পতিবার নগরীর রেডিসন ব্লু হোটেলের সামনে চসিকের শীতকালীন বৃক্ষ পরিচর্যা কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মেয়র জানান, নগরীর বিভিন্ন সড়ক, মিডআইল্যান্ড ও খালি স্থানে গাছ লাগানো এবং পুরোনো গাছের পরিচর্যার কাজ চলছে। চসিকের নিজস্ব অর্থায়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও সবুজায়ন কার্যক্রমে যুক্ত রয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম পাহাড়ি ভূপ্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের শহর। দ্রুত নগরায়নের ফলে এখানকার পরিবেশ ঝুঁকির মুখে পড়ছে। তিনি বলেন, ‘গাছ কেবল সৌন্দর্য নয়,- তা ভূমি ক্ষয়রোধ, বন্যা ও ভূমিধস প্রতিরোধ, জলবায়ু নিয়ন্ত্রন, তাপমাত্রা হ্রাস, বায়ুদূষন কমানোসহ নগরবাসীর জিবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে নগরীর আশপাশের বনভূমি ও সবুজ অঞ্চলগুলো রক্ষা করা, নদী ও সমুদ্রের তীরবর্তী এলাকায় গাছ রোপণ করা—এসব উদ্যোগ চট্টগ্রামের পরিবেশ ও বাসযোগ্যতা উন্নত করতে সহায়তা করবে। তাই নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে বাসযোগ্য করে তুলতে আমরা কাজ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন চসিকের সহকারী প্রকৌশলী ইমরান হোছাইন খোকা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন আলী জয়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা প্রমুখ।