নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী :
চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি।
পরিবেশ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজ প্রেম জাগাতে কলেজ চত্বরে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
রবিবার (৬ জুলাই) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গর্ভনিং বডির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
তিনি বলেন, ‘যেকোনো বৃক্ষরোপণ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের জন্য উপকার বয়ে আনে। গাছ আমাদের অক্সিজেন দেয়, আর ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে নেয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।’
এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য শওকত আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোরশেদ আনোয়ার সহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ব্যক্তিরা।