বই উৎসবের মধ্যদিয়ে নতুন বছরে সুন্দর একটা সকাল শুরু, সম্পূর্ণ নতুনরূপে,নতুন প্রত্যয়ে ও সর্বোচ্চ সেবার নিশ্চয়তায় চকরিয়ার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান পহরচাঁদা সরকারি প্রথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুস্টান প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল করিম এর সভাপতিত্বে অনুস্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ছাত্র ছাত্রীদের মাঝে নতুন ক্লাসে নতুন বই বিতরণ করেণ স্কুল গভর্নিংবডির সভাপতি সাবেক ছাত্রনেতা ও রাজনিতিবিদ আবদুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ডাক্তার মাসুক, আকতার হোসেন টুক্কু, স্কুল গভর্নিংবডির সহ সভাপতি শওকত ওসমান, সদস্য মোহাম্মদ সাদেক, আবুল হাসেম, রোহানা আক্তার, মাস্টার আবদুল কুদ্দুস, ছাবের আহমেদ, আহমেদ মোস্তফা খোকন, মোহাম্মদ উল্লাহ, মেরিনা সুলতানা, নাফিসা নেওয়াজ সহ শিক্ষক ও অভিবাবক বৃন্দ .. প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান শিক্ষাবর্ষের প্রথম দিনেই প্রতি বছরের ন্যায় এই ২০২৪ প্রাক প্রাথমিক, প্রাথমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার জন্য এবং ওনার সুদক্ষ নেতৃত্ব প্রিয় স্বদেশ আরও এগিয়ে যাবে সেই আশাবাদ ব্যক্ত করেণ ।