শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার এর উদ্যোগে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সফলভাবে সম্পন্ন হয়েছে শীত উষ্ণতা কার্যক্রম–২০২৫।
গতকাল চন্দনাইশ উপজেলার ধূপ্যাছড়ি তঞ্চঙ্গ্যাপাড়া, ৩ নং ওয়ার্ড, ১০ নং ধোপাছড়ি ইউনিয়ন, বাঙ্গালহালিয়া এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাহাড়ঘেরা দুর্গম এই জনপদে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, যাদের একটি বড় অংশ বৌদ্ধ ধর্মাবলম্বী।
এই মানবিক কার্যক্রমে অংশ নিতে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের যাত্রা শুরু হয় চট্টগ্রামের বহদ্দারহাট টার্মিনালের সামনে থেকে। দীর্ঘ পথ ও দুর্গম পাহাড়ি রাস্তা অতিক্রম করে তারা নির্ধারিত এলাকায় পৌঁছান।
পৌঁছানোর পর স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর মানুষজন তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী ফুলের মালা দিয়ে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারকে বরণ করে নেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে আপ্যায়ন করে তারা অতিথিপরায়ণতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উক্ত এলাকার সম্মানিত পার্বত্য চেয়ারম্যান জনাব বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, যিনি সংগঠনের সদস্যদের আন্তরিক অভ্যর্থনা জানান। তাঁর এই সৌজন্য, সহযোগিতা ও সম্মানসূচক আতিথেয়তা জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের জন্য গৌরবের বিষয়।
উক্ত শীত উষ্ণতা কার্যক্রমটি পরিচালিত হয় জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও শীত প্রজেক্টের সম্মানিত সভাপতি জনাব মোঃ শিহাব হাসান–এর সভাপতিত্বে। কর্মসূচিতে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে ৩০০ জনেরও বেশি শীতার্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই আয়োজন শুধু শীতবস্ত্র বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি বাস্তব উদাহরণ।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
“মানবতার কোনো ধর্ম, বর্ণ কিংবা ভৌগোলিক সীমা নেই। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।”
সবশেষে, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন—তাঁদের সকলের প্রতি জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবার গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছে।